মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমপান’। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দিঘা উপকূলে আছড়ে পড়বে এই সুপার সাইক্লোনটি। বুধবার দুপুরে সৈকতে আঘাত হানবে শক্তিশালী এই ঝড়। তার আগে চরম তৎপর রাজ্য প্রশাসন। ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলি থেকে প্রায় ৩ লক্ষ মানুষকে সরানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘একদিকে করোনা থাবা অন্যদিকে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়’, আমপান নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ বলছেন আয়লা-বুলবুলের থেকেও বেশি হবে এই ঝড়। মঙ্গলবার ও বুধবার বৃষ্টি হবে। আগামিকাল পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে এই ঝড়। কাল মধ্যরাত পর্যন্ত এর প্রভাব থাকবে। এই ঝড়ের তিনটি অংশ। মাথা, চোখ, লেজ। প্রথমে যেটা হিট করবে সেটা হল মাথা। যখন দেখবেন ঝড়টা থেমে গেল, ভাববেন না থেমে গিয়েছে, আরেকটা দমকা আসবে। শেষ দমকা হবে লেজ”।
আরও পড়ুনঃ ১৬ বছর আগে নামকরণ হয়েছিল ‘আমপান’এর
আমপান মোকাবিলায় সবরকম ব্যবস্থা নিয়েছে নবান্ন। রাজ্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। টোল ফ্রি নম্বর ১০৭০। এছাড়াও কন্ট্রোল রুমের নম্বর হল ২২১৪-৩৫২৬, ২২১৪-১৯৯৫। শুধু তাই নয়, রাজ্যের পরিস্থিতির ওপর নজর রাখতে বুধবার রাতভর মুখ্যমন্ত্রী নবান্নেই থাকবেন বলে জানিয়েছেন। ফনির সময় পরিস্থিতির ওপর নজর রাখতে খড়গপুরে ঘাঁটি গেড়েছিলেন মমতা।
[advanced_iframe src=”https://embed.windy.com/embed2.html?lat=20.972&lon=90.950&zoom=5&level=surface&overlay=wind&menu=&message=&marker=&calendar=&pressure=&type=map&location=coordinates&detail=&detailLat=22.566&detailLon=88.365&metricWind=default&metricTemp=default&radarRange=-1″ width=”650″ height=”450″ id=”advanced_iframe” name=”advanced_iframe” onload_scroll_top=”iframe”]
সে যাত্রায় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছিল দক্ষিণবঙ্গ। এর পর ফের আরেক প্রলয়ের মুখোমুখি হতে চলেছে পশ্চিমবঙ্গ। বিপদের মুখে রাজ্যবাসী আর মুখ্যমন্ত্রী নিশ্চিন্তে বাড়ি বসে থাকবেন তা কি হয়? তাই বুধবার রাতটা আমপানের ওপর নজরদারি করতে নবান্নে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, ‘আমি আগামিকাল রাতটা নবান্নেই থাকব। সকালে এসে এখানেই থেকে যাব।’ সঙ্গে সাংবাদিকদেরও নবান্নে রাত কাটানোর জন্য তৈরি হয়ে আসতে বলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584