মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে অনুশীলনের অনুমতি দেওয়ার ইঙ্গিত ক্রীড়া দফতরের

0
137

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

এদিন নিউ সেক্রেটারি বিল্ডিং-এ রাজ্য সরকারের সঙ্গে তিন প্রধানের বৈঠক স্বতঃস্ফূর্ত, মহামেডানের দাবি মেনে নিলো দুই প্রধান সম্মতি দিলো ক্রীড়া দফতরও আগামী কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহামেডান ও ভবানীপুর কে কল্যাণীতে আগামী ২২ আগস্ট থেকে অনুশীলন করার অনুমতি দেবে রাজ্য ক্রীড়া দফতর।

Arup Biswas | newsfront.co
অরূপ বিশ্বাস, ক্রীড়া মন্ত্রী। ফাইল চিত্র

এমনটাই জানালেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যেহেতু দ্বিতীয় ডিভিশন আই লীগ দরজায় কড়া নাড়ছে, একই সঙ্গে ক্রীড়া মন্ত্রী বাকি দুই প্রধানকে বলেন কলকাতা লীগ শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইএফএ। তারা চাইলে মহামেডানের সঙ্গে নিজেদের ঘরের মাঠে দূরত্ব বিধি মেনে অনুশীলন শুরু করতে পারে।

sports minister | newsfront.co
নিজস্ব চিত্র

মহামেডান ফুটবল সচিব ক্রীড়া মন্ত্রীর সিদ্ধান্ততে খুশি হয়ে বলেন, স্বস্তি পেলাম। এবার মাঠে ফুটবলটা খেলতে হবে ও জিততে হবে। তবে এবার কলকাতায় আই লীগের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা হবে। এই দুটি লীগ শেষ হতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ হয়ে যাবে। সেক্ষেত্রে কলকাতা লীগ ফেব্রুয়ারি মাসের আগে শুরু করা সমস্যা আছে।

আরও পড়ুনঃ আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান

ক্রীড়ামন্ত্রী জানান,” কবে খেলা শুরু করা যায় তাই নিয়ে তিন প্রধানের সঙ্গে আলোচনায় বসে তাদের মতামত জানতে চাইলাম। ওরা বলছে দর্শক শূন্যে মাঠে খেলতে সমস্যাো নেই। আমি পুরো বিষয়টা মুখ্যিমন্ত্রীকে জানাব। এরপর সরকার সিদ্ধান্ত নেবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here