ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
শুরু থেকেই রাজ্যপালের অতি সক্রিয়তার বিষয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। করোনা মোকাবিলা নিয়ে যখন কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে সেই সময় বারবার রাজ্যকে আক্রমণের তীর ছুড়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।
এই অবস্থায় কার্যত একপ্রকার ক্ষিপ্ত হয়ে আম্বেদকরের নাম নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সাংবিধানিক অধিকার স্মরণ করিয়ে রাজ্যপালকে ৫ পাতার চিঠি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
চিঠিতে তিনি লিখেছেন “মনে হয় ভুলে গেছেন, আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী। মনে হয় ভুলে গেছেন আপনি মনোনীত রাজ্যপাল। আমার ও মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করতে পারেন। কিন্তু অম্বেডকরের কথা উপেক্ষা করা আপনার উচিত নয়। আপনার মন্তব্য আমার অফিসকে অপমান করেছে। আপনার মন্তব্য আমাকে হতবাক করেছে। ”
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত এ কেন্দ্রের শাসক দলের হয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর কার্যত প্রতিনিধির ন্যায় ভূমিকা নিচ্ছেন। তৃণমূল বারবার অভিযোগ তুলছে রাজ্যপালের মতো সাংবিধানিক চেয়ারের নিরপেক্ষতা বজায় রাখছেন না রাজ্যপাল। তৃণমূল আরও অভিযোগ তুলেছে রাজ্যপাল নাকি অতি সক্রিয়তা দেখাচ্ছেন প্রতি ক্ষেত্রেই। পাশাপাশি রাজ্যপাল শুরু থেকে যেমন একাধিক ইস্যু নিয়ে রাজ্যকে বিঁধেছেন তেমনি করোনা নিয়ে রাজ্যকে বারবার কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584