নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ, রবিবার থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে। আবহাওয়া দফতর সূত্রে এমনই খবর মিলেছে। সবমিলিয়ে আগামী ৭২ ঘণ্টায় বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তাই আবহাওয়া ভালো না থাকার জন্য পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর।

সোমবার তাঁর উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু হাওয়া অফিস উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করায় সফর বাতিল করেছেন তিনি। এর বদলে আগামী ২৮ সেপ্টেম্বর উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী।
করোনা পরিস্থিতির জন্য প্রায় ৬ মাস পর সোমবার উত্তরবঙ্গের জেলা সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর, আগামী ২১ সেপ্টেম্বর শিলিগুড়ি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে প্রশাসনিক বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
আরও পড়ুনঃ বাংলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, ডিএম-দের সতর্ক করল নবান্ন
শিলিগুড়িতে বৈঠক হলে নিজেদের জেলা ছেড়ে সেখানে আসতে হত প্রশাসনের শীর্ষ আধিকারিকদের। কিন্তু বৃষ্টির জেরে জরুরি পরিস্থিতি তৈরি হলে তাতে ত্রাণ ও উদ্ধারকাজে দেরি হতে পারে। তাই আপাতত সফর বাতিল করেছেন মমতা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নয়াদিল্লির অফিসে তথ্য ও উন্নয়ন আধিকারিক হিসেবে নিযুক্ত সাংবাদিক জয়ন্ত ঘোষাল
নবান্নের তরফে এখন প্রশাসনিক আধিকারিকদের নিজেদের এলাকা ছাড়তে বারণ করা হয়েছে। কড়া নজর রাখতে বলা হয়েছে পরিস্থিতির ওপর। সঙ্গে জানানো হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর উত্তরবঙ্গ যাবেন মুখ্যমন্ত্রী। পরিবর্তিত সফরসূচি অনুসারে। ২৮ সেপ্টেম্বর পৌঁছে ২৯ ও ৩০ সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠক করবেন মমতা। ১ অক্টোবর ফিরে আসবেন কলকাতায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584