কয়লা কাণ্ডে অনুপ মাজির রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

0
109

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আগামী ১৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝির আইনি রক্ষা কবচ বাড়ালো দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার ও মামলার শুনানি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারবেন সিবিআই। বাংলায় নির্বাচনের আবহেই কয়লা পাচার কাণ্ড তদন্তে তৎপর হয়েছে ইডি ও সিবিআই। সোমবার বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে সমন পাঠায় সিবিআই।

SC on Anup Majhi | newsfront.co

মঙ্গলবার নিজাম প্যালেসে তিনি হাজিরা দিয়েছেন বলেই জানা গিয়েছে। কয়লা পাচার কাণ্ডে সিবিআই জিজ্ঞাসাবাদ করে তাঁকে। বিএসএফ-এর স্পেশাল ডিজি পঙ্কজ সিং-ও এদিন নিজাম প্যালেসে গিয়েছিলেন বলে সূত্রের খবর। এর আগে সিবিআই গ্রেপ্তার করে বিএসএফের প্রাক্তন কম্যান্ডার সতীশ কুমারকে।

আরও পড়ুনঃ বর্ধমানে দিলীপ ঘোষ’কে কালো পতাকা, মিছিল ঘিরে ইঁটবৃষ্টি

কয়লা পাচার কাণ্ডে ইডি’র পাশাপাশি দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। ভারত ও বাংলাদেশে এই চক্রের মাথাদের ধরতে উঠেপড়ে লেগেছে সিবিআই।মূল অভিযুক্ত পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালাকে হেফাজতে নেওয়াই মূল লক্ষ্য সিবিআই-এর, কিন্তু শীর্ষ আদালতের রক্ষা কবচের ফলে গ্রেপ্তারি এড়াতে সক্ষম হচ্ছে লালা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here