শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
এই বাংলায় রয়েছে বৈচিত্রের মধ্যে ঐক্য। বহু প্রাচীন কাল থেকেই বিভিন্ন লোকসংস্কৃতি বিভিন্ন খেলা এই বাংলার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। তেমনই একটি গ্রাম্য খেলা হল মোরগ লড়াই।
বহু প্রাচীনকাল থেকে গ্রামের মানুষ মোরগ লড়াইয়ের মাধ্যমে নিজেদের বিনোদন করতো। যা এখনো রয়ে গেছে বাংলার বিভিন্ন গ্রামে।
আরও পড়ুনঃ পুর-উৎসবে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উদ্দীপনা কালিয়াগঞ্জে
তেমনই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রামে প্রতিবছর কালীপুজোর পর থেকে হোলির আগে পর্যন্ত গ্রামের মানুষ মেতে ওঠে মোরগ লড়াই প্রতিযোগিতায়।
প্রতি শনিবার এই মোরগ লড়াইয়ের আসর জমে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর এলাকার সানাপারা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়দানে।প্রতি শনিবারে দুই আড়াইশো মোরগের লড়াই হয় এই মাঠে। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ ছুটে আসে।
জানা গেছে এই মোরগ লড়াইয়ের মধ্যে কোন জুয়া বা বেনিয়ম হয় না। শুধুমাত্র নিজেদের বিনোদনের জন্যই গ্রামের মানুষ এই খেলা করে। এবং মোরগের মালিক পরাজিত মোরগকে পুরস্কার হিসেবে পেয়েই খুশি থাকে।
শত শত বর্ষের প্রাচীন এই খেলা আজও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে চলেছে। এবং টিভি ইন্টারনেটের যুগে আর কতদিন এই খেলা টিকে থাকবে এই বাংলার বুকে তাই নিয়ে উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584