আগামীকাল থেকে খুলতে চলেছে কফি হাউসের দরজা, মানতে হবে স্বাস্থ্যবিধি

0
91

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই ‘ মান্না দের সেই বহুল প্রচলিত গানে থমকে গিয়েছিল কফি হাউস। তবে বাঙালির সেই নস্ট্যালজিয়া নিয়ে আগামীকাল থেকে খুলতে চলেছে কফি হাউসের দরজা। টেবিলে ফিরবে কড়া কফির স্বাদ, ফিরবে সেই হারানো আড্ডা।

coffee house | newsfront.co
চিত্র সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

কোভিডের প্রথম ঢেউয়েই জারি হয়েছিল বেশকিছু নিষেধাজ্ঞা। এবার সেইসব বিধি নিষেধ কিছুটা শিথিল করে তিন ঘণ্টার জন্য খুলবে কফি হাউস।রাজ্য সরকার জারি প্রটোকল মেনেই বুধবার থেকে তিন ঘণ্টার জন্য খুলবে কলেজ স্ট্রিট কফি হাউস। বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আড্ডা জমাতে পারবেন কফি প্রেমীরা।

আরও পড়ুনঃ কার্যত ঘরে বসেই মিলেছে বেতন, সেই টাকাতেই অ্যাম্বুলেন্স কিনে দৃষ্টান্তস্থাপন শিক্ষিকার

জানা গেছে যে, প্রায় ৬০ জন কর্মী ও তার পরিবারের পেট চলে এই কফি হাউস থেকেই। করোনা সংক্রমণ তার ওপর লকডাউন, অনেকদিন বন্ধ থাকায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাতে কিছুটা সামাল দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার শোনা যাবে কাপের ঠুংঠাং, উঠবে হাসির ফোয়ারা, ফিরবে কবি কবি ভাব। তবে তা তিন ঘণ্টার জন্য এবং সমস্ত স্বাস্থ্যবিধি মেনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here