নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বৃষ্টির নামগন্ধ মুছে গিয়ে মেঘমুক্ত আকাশ দেখা গেল শনিবার। সেই সাথে ঠান্ডা দমকা হাওয়া। এক রাতেই রাতারাতি পারদ নামল তিন ডিগ্রি। পাহাড় থেকে সমতল রাজ্য জুড়ে জাঁকিয়ে বসেছে শীত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার সকাল থেকেই মেঘ পুরোপুরি কেটে গিয়ে রোদ উঠেছে রাজ্যের সব জেলায়। দিনের বেলা স্বাভাবিক তাপমাত্রা আর রাতে হিমশীতল বাতাস, চলছে শীতকালীন রোজনামচা।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সফর নিয়ে আশাবাদী মোদি, উষ্ণ পোস্ট টুইটারে
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি), শনিবারই তা নেমে দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে(স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম)।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584