কেরলের বন্যা দুর্গতদের সাহায্যার্থে বিদ্যানগরে ত্রাণ সংগ্রহ

0
75

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

কেরলের ভয়াবহ বন্যা দুর্গতদের সাহায্যের জন্য পথে নামলেন শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।
মঙ্গলবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিদ্যানগর গয়ারামদাস বিদ্যামন্দিরের উদ্যোগে কয়েকশো ছাত্রছাত্রী নিয়ে শিক্ষকরা আর্থিক সহযোগিতার জন্য পথে নেমেছিলেন।বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মিলে বিদ্যানগর বাজার সহ বিভিন্ন বাড়িতে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সাহায্য তোলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস,শিক্ষক অসীম দেবনাথ,শিক্ষিকা তরুদি ইন্দ্রানী দাস উপস্থিত ছিলেন।

নিজস্ব চিত্র

শিক্ষক বিভাস বিশ্বাস জানালেন যে সাম্প্রতিক কালে যে ধরনের বন্যার কবলে পড়েছিলেন কেরলের মানুষ তাতে আমাদের আঁতকে উঠতে হয়। বন্যার কবলে পড়ে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন এবং ত্রাণ শিবিরে পর্যাপ্ত ত্রাণ পাঠাবার জন্য আমরা বিদ্যালয়ের তরফ থেকে যতটুক সম্ভব আর্থিক সাহায্য পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছি বলেই এদিন পথে নামলেন ছাত্র ছাত্রীরা আমাদের শিক্ষক শিক্ষিকারা।যতটা অর্থ আমরা সংগ্রহ করতে পারব রাজ্য সরকারের মধ্যে দিয়ে কেরল সরকারের কাছে আমাদের সংগৃহীত অর্থ পাঠিয়ে দেব।একটি প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়ের তরফ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় আমরা নিজেরাই ভীষন খুশি হয়েছি কেরলে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবার জন্য অর্থ সংগ্রহের মাধ্যম দিয়ে তাদের কাছে অর্থ পৌঁছানোর ব্যবস্থা করতে পেরে।এদিন বিদ্যালয়ের এনসিসি ছাত্রছাত্রীরাও কেরলে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে অর্থ পথে নেমেছিলেন।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে মামলায় আটকে তেরোটি পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here