১৪৪ ধারা অমান্য করে সিএএ-র সমর্থনে প্রচার, বিজেপি নেতাকে চড় আধিকারিকের

0
141

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মধ্যপ্রদেশের রাজগড়ের এক প্রশাসনিক আধিকারিকের জনৈক বিজেপি নেতাকে চড় মারা নিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

collector slapped a bjp leader | newsfront.co
বিজেপি নেতাকে চড় নিধি নিবেদিতার। চিত্র সৌজন্যঃ নিউজ ১৮.কম

জানা গেছে, রাজগড়ে রবিবার সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপি একটি তিরঙ্গা যাত্রা শুরু করে। এরপরেই সিএএ-র সমর্থন র‍্যালির বিজেপি কর্মীদের সঙ্গে রাজ্য প্রশাসনের বিরোধ বাধে।

আরও জানা যায়, রাজগড়ের কালেক্টর নিধি নিবেদিতা ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণে বিজেপি কর্মীদের ওই মিছিল করতে বারণ করেন, কিন্তু সেই কথায় গুরুত্ব না দিয়েই সিএএ-র সমর্থনে র‍্যালি বের করেছিল গেরুয়া বাহিনী।

আরও পড়ুনঃ মাদারিহাট বীরপাড়া ব্লকে খাঁচাবন্দী চিতা, স্বস্তিতে স্থানীয়রা

এই নিয়ে তর্ক-বিতর্ক চলাকালীন পরিস্থিতি এতই ভয়ানক জায়গায় চলে যায় যে এক বিজেপি নেতাকে চড় মেরে বসেন কালেক্টর নিধি নিবেদিতা। এর পরেই পরিস্থিতি চরম অগ্নিগর্ভ হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিরাট পুলিশ বাহিনী নামানো হয়। অভিযোগ, অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ নাকি লাঠিচার্জও করে। এর ফলে দুই বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here