নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কলেজে স্নাতকস্তরে ভর্তির সময়সীমা বৃদ্ধি করল রাজ্য সরকার। রবিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ৩০ অক্টোবর পর্যন্ত ভর্তি হওয়া যাবে রাজ্যের কলেজগুলিতে।
পাশাপাশি তিনি এ-ও বলেন, যেসব কলেজে এখনও আসন ফাঁকা রয়েছে অথচ বেশ কিছু ছাত্রছাত্রী ভর্তি হতে পারেননি, বর্ধিত সময়ের মধ্যে তাঁরা যাতে সকলেই ভর্তি হতে পারেন সে জন্য শিক্ষা দফতরের তরফে আজ, সোমবার নোটিস জারি করা হবে।
আরও পড়ুনঃ খুলছে খড়গপুর আইআইটি, সোমবার থেকে শুরু কাজকর্ম
এদিকে, ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং নিয়ে মুখ খুলছেন না জয়েন্ট এন্ট্রাস এক্সাম বোর্ডের কর্তারা। প্রথম কাউন্সেলিংয়ের পর কতজন সিট বুক করেছেন, তা নাকি তাঁরা জানেন না। দ্বিতীয় দফার সিট অ্যালটমেন্ট হতে চলেছে ২৪ সেপ্টেম্বর। সে ব্যাপারেও কোনও রকম তথ্য দিতে চাইছেন না তাঁরা।
আরও পড়ুনঃ সন্দেহভাজন আরও ২ আল-কায়দা জঙ্গির খোঁজে তল্লাশি এনআইএ’র
আধিকারিকদের দাবি, কাউন্সেলিং-এর প্রত্যেক ধাপে প্রার্থীরা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই কারণেই প্রকৃত ছবিটা বোঝা সম্ভব না। জয়েন্ট বোর্ড প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রবেশিকা পরীক্ষাও নিয়ে থাকে। বছরের শুরুর দিকেই তার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল। কিন্তু তা বাতিল হয়েছে। রেজিস্ট্রেশনের টাকা কীভাবে ফেরানো যায়, তা ঠিক করতে দ্রুত বৈঠকে বসবে জয়েন্ট বোর্ড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584