নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য টাকা চাওয়ার অভিযোগ ওঠে এক অধ্যাপকের বিরুদ্ধে। সেই অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে হইচই পড়ে যায়। এই নিয়ে এদিন শিলিগুড়ি কলেজের পরিচালন সমিতি বৈঠকে বসেন।
বৈঠক শেষে সংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি কলেজের পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর বলেন যে এদিনের এই বৈঠক থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ভাইরাল হওয়া এই অডিও ক্লিপ কাণ্ডে প্রকৃত ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে কলেজেরই অধ্যাপিকা ঝিনুক দাশগুপ্ত কে ।
আরও পড়ুনঃ কলকাতা শহরে পুলিশ কোয়ার্টারের ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোরী
এছাড়াও কমিটিতে থাকছেন কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারাও । এই কমিটি তদন্ত করে এক মাসের মধ্যে রিপোর্ট দেবে কলেজকে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আপাতত কলেজের ছাত্র-ছাত্রী সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালকে অব্যাহতি দেওয়া হল। সেই সাথে কলেজের ওয়েবসাইট থেকেও ওই অধ্যাপকের নাম ও ফোন নাম্বার সরিয়ে দেওয়া হবে।
যতক্ষণ না পর্যন্ত অমিতাভ কাঞ্জিলাল নির্দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করে এই ঘটনার কারণ লিখিত আকারে জানতে চাওয়া হবে। পাশাপাশি কলেজের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584