নিজস্ব সংবাদদাতা,মালদাঃ

দিদির বাড়ি ঘুরতে গিয়ে বুধবার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক কলেজ ছাত্রী। মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
মৃতের বাড়ি মালদহের বামোনগোলা থানার জগদলা পঞ্চায়েতের আদাডাঙা গ্রামে। পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত কলেজ ছাত্রীর নাম চায়না মজুমদার(২০)। সে বর্ধমানের কাটোয়া কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বাবা বিভূতি মজুমদার। বাড়ি বামোনগোলা থানার জগদলা পঞ্চায়েতের আদাডাঙা গ্রামে।
আরও পড়ুনঃ চার মাসের নববধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত
পরিবার সুত্রে জানা গিয়েছে গত দুই দিন আগে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার শান্তিপুরে দিদির বাড়ি ঘুরতে যায়। বুধবার দিদির পরিবারের কেউ বাড়িতে ছিলনা।
সেই সময় ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের অন্য লোকেরা দেখে উদ্ধার করে তাকে গাজোল গ্রামীন হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে মালদা মেডিক্যাল হাসপাতালে রেফার করে। চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু হয় তার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584