নয়া বিজ্ঞপ্তি প্রকাশ কলেজ সার্ভিস কমিশনের, ‘সেট’ পরীক্ষায় অন্তর্ভুক্ত তিনটি নতুন বিষয়

0
157

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

২৩ তম স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট (২০২১) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (ডব্লুউবিসিএসসি)। চলতি বছরের ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষা হবে ৯ জানুয়ারি, ২০২২।

WB College service commission
ছবি: সংগৃহীত

কলেজ সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, এই প্রথমবার সেট পরীক্ষার প্রশ্নপত্র হতে চলেছে বাংলায়। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমােদন সাপেক্ষে সেট-এ তিনটি নতুন বিষয়ও অন্তর্ভুক্ত হয়েছে। নতুন সংযােজিত বিষয়গুলি হল, আরবি, ম্যানেজমেন্ট এবং পরিবেশ বিজ্ঞান। ফলে ৩০টির পরিবর্তে ৩৩টি বিষয়ে হবে ২৩তম সেট পরীক্ষা।

কোনও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে সাধারণ ক্যাটেগরিতে ৫৫ শতাংশ ও এসসি, এসটি, ওবিসি ক্যাটেগরিতে ৫০ শতাংশ নম্বর পেলেই ‘সেট’-এর আরবি বিষয়ে পরীক্ষায় বসতে পারবেন। এতদিন ‘নেট’ পরীক্ষায় আরবি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও রাজ্য সরকারের পরিচালনাধীন ‘সেট’ পরীক্ষায় আরবি বিষয়ে পরীক্ষায় বসা যেত না।

অবশেষে ২০২১-এ ২৩তম ‘সেট’ পরীক্ষায় সেই সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। নিয়ম অনুযায়ী রাজ্যের কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন আয়োজিত ‘সেট’ কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি আয়োজিত ‘নেট’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আরবি পড়ুয়ারা এবার সেই সুযোগ নিতে পারেন।

আরও পড়ুনঃ খুলছে পার্ক মিউজিয়াম, ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে আইটি সেক্টরও

প্রসঙ্গত, শেষবার ‘সেট’ পরীক্ষা হয়েছিল ২০২০ সালে। কিন্তু, তারপর পরীক্ষা পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) দেওয়া তিন বছরের অনুমােদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। নতুন করে অনুমােদনের জন্য গত বছরই কমিশনের তরফে আবেদন করা হয়েছিল। একইসঙ্গে চাহিদা রয়েছে এমন তিনটি বিষয় ‘সেট’-এ অন্তর্ভুক্ত করার জন্যও ইউজিসির কাছে আবেদন জানানাে হয়েছিল।

আরও পড়ুনঃ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কত? জেনে নিন

এরপরই ২৩তম ‘সেট’ পরীক্ষার নয়া বিজ্ঞপ্তি জারি করল কমিশন। ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। ১৬ অগাস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here