সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
বজ্রঘাতে মৃত্যু হলো তৃতীয় বর্ষের প্রীতম মণ্ডল নামে এক কলেজ ছাত্রের বয়স চব্বিশ । সে এনডুস কলেজের কলাবিভাগের ছাত্র ছিল।আজ বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ বাদাম তলায় সাইকেল নিয়ে বাজার করতে এসেছিল।আর নিম্ন চাপের জেরে বজ্র বিদ্যুত সহ বৃষ্টি পাত সমানে চলছিল।আর ঠিক সেই সময়েই বাজার করে সাইকেল নিয়ে ছাতা মাথায় দিয়ে বাড়িতে ফিরছিলো প্রীতম মণ্ডল।
নেপাল গঞ্জের বাদাম তলায় পৌঁচ্ছাতে। হঠাৎ বিকট শব্দ । কিছু সময় পরে দেখা যায় একটি ছেলের সাইকেল ছাতা ও ছেলেটি রাস্তায় পড়ে রয়েছে । পরে আমতলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর থানা এলাকার বাদাম তলায় । কলেজ ছাত্রের বাড়ি সোনার পুর থানার বনহুগলী হুটকো পাড়া এলাকাই । শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত দুই পুলিশ কর্মী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584