নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ
ওরা বিকলাঙ্গ,সাধারণের সঙ্গে মিশতে পারে না;তাই প্রায় সারাবছরই মন খারাপ থাকে হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের।কিন্তু এবার তাদের সেই দুঃখ ভাগ করে নিলো প্রতিবেশী কলেজ মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ। জাতীয় সেবা প্রকল্পের অনুষ্ঠানে তাদের নিয়েই আড্ডা,গান,নাচে মেতে রইলেন তারা।
নব ব্যারাকপুর শিক্ষা সমাজ সংগঠনের নিয়ন্ত্রণাধীন এই হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়;যেখানে প্রায় একশো প্রতিবন্ধী ছাত্র ছাত্রী পড়াশুনা করেন।
মঙ্গলবার হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয় এবং মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের উদ্যোগে জাতীয় সেবা প্রকল্পের এক অনুষ্ঠান আয়োজন করা হয়;যে অনুষ্ঠানে প্রতিবন্ধী হয়েও ঐ স্কুলের ছাত্র-ছাত্রীরা নাচ,গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
আরও পড়ুনঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান
এবিষয়ে মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের সাংবাদিকতার শিক্ষক দেবব্রত বিশ্বাস বলেন ওরা প্রতিবন্ধী নয় ওরা “স্পেশাল চাইল্ড”।এরকম অনুষ্ঠানে আমাদের কলেজ সব সময় অংশ নেয়।এছাড়া তিনি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের অধ্যক্ষ অপূর্ব কুমার বন্দ্যোপাধ্যায় এবং হরিপদ বিশ্বাস প্রতিবন্দী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584