নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
জেলার ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত আলোকন সাহিত্য পত্রিকার উদ্যোগে রবিবার মেদিনীপুর শহরের পঞ্চুরচকে রবীন্দ্র মূর্তির পাদদেশে উদযাপন হলো শ্রদ্ধায় ও অঙ্গীকারে ভাষা শহীদ দিবস।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ারা উপস্থিত হয়ে সঙ্গীত, আবৃত্তি ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। ‘ আলোকন ‘ সাহিত্য পত্রিকার সদস্যরা তাদের কৃষ্টি পরিবেশন করে দিনটির গুরুত্ব জনসমক্ষে তুলে ধরেন। মূল বক্তব্য পরিবেশন করেন আলোকনের সম্পাদক ব্রতীন দাস। তিনি বলেন “ভাষা শহীদ দিবসের দিনটির তাৎপর্য কেবলমাত্র ইতিহাসের বিশ্লেষনে সীমায়িত নয় আজকের দিনে উদযাপন করার যুক্তিনিষ্ঠ কারনের মধ্যে যথার্থ মর্যাদা জ্ঞাপন রয়েছে।
আরও পড়ুনঃ ২১ শে ফেব্রুয়ারি পালন মুর্শিদাবাদে
ভাষার প্রতি অন্ধ আনুগত্য নয়, চেতনার উপর শাসকের নিয়ন্ত্রণ কায়েম করে জনগণের মৌলিক ইচ্ছে দমন করার বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ চেতনার বহিঃপ্রকাশ যদি আজ শিল্পে সাহিত্যে ও চিত্রয়ানের মধ্যে পরিবেশিত হয় তবে তার পালনের সার্থকতা থাকবে।” এছাড়া উপস্থিত ছিলেন আলোকনের সম্পাদক মন্ডলীর সদস্য অমিত জানা, সুমন পাল , সায়ন্তন ওঝা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধৃতিবন্দনা মাইতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584