এই বছরে আর রাজ্যে খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়

0
100

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা পরিস্থিতির কারণে ডিসেম্বরেও খুলছে না রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের সুরক্ষার দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত। চলতি বছরের মার্চ থেকে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। করোনার জেরে অনলাইন ক্লাসই ভরসা। এই পরিস্থিতিতে কবে থেকে আবারও সশরীরে ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।

Partha Chatterjee | newsfront.co
পার্থ চ্যাটার্জী, ফাইল চিত্র

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর আগে ঘোষণা করেছিলেন আগামী ডিসেম্বর থেকেই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। ঠিক আগের মতো কলেজ, বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। তবে রবিবার এই সিদ্ধান্ত বদলালেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ স্কুলে গীতা পড়ানোর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট

রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকেই আগামী মাসে কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে, আপাতত অনলাইনেই পঠন-পাঠন চলবে। পরীক্ষাও হবে অনলাইনে।

আরও পড়ুনঃ অভিষেকের সভায় গরহাজির মৌসম সাবিত্রী মানব,তুঙ্গে রাজনৈতিক জল্পনা

যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এখনও আসন খালি রয়েছে সেখানে পুনরায় ভর্তির জন্য পোর্টাল চালু করা হতে পারে। সাপ্লিমেন্টারি পরীক্ষা থেকে সব ধরণের পরীক্ষা আপাতত অনলাইনেই হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

জানা গিয়েছে, পরের বছর জানুয়ারিতে ফের শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক হবে। পরিস্থিতি বিবেচনা করে আলোচনা হবে। সেই আলোচনার উপর ভিত্তি করে কবে থেকে স্কুল-কলেজ খুলবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here