রাজ্যে এখনই খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়, পরীক্ষা হবে অনলাইনেই

0
99

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পশ্চিমবঙ্গে এখনই খুলছে না কলেজ এবং বিশ্ববিদ্যালয়। আজ, বুধবার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, পশ্চিমবঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কক্ষে শারীরিকভাবে পড়ুয়াদের উপস্থিতির মাধ্যমে পঠন-পাঠন আপাতত বন্ধ থাকবে। পরীক্ষা হবে অনলাইনেই।

Partha Chatterjee | newsfront.co
পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র

এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরস্বতী পুজোর আগে কলেজ কোনোভাবেই খুলছে না। আপাতত ক্লাসও অনলাইনেই চলবে। মার্চে যে অড সেমেস্টার (প্রথম, তৃতীয়, পঞ্চম ইত্যাদি) পরীক্ষা আছে তা বাড়ি থেকে অনলাইনেই দিতে পারবেন পড়ুয়ারা।

তবে গবেষণারত পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ক্লাসের অনুমতি দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি। জানা গিয়েছে, বৈঠকে স্থির হয়েছে হোস্টেলের দরজাও এখনই খুলছে না। হোস্টেল খোলা মানেই বাইরে থেকে অবাধে ছাত্র-ছাত্রীদের আসা যাওয়া। সেক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে।

আরও পড়ুনঃ রাজ্যে স্কুলে পঠনপাঠনের সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী

করোনার আতঙ্ক কাটিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্কুলে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে শ্রেণিকক্ষে পঠনপাঠন শুরুর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে আসার ছাড়পত্র দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকরা হেঁটে বাড়ি ফিরল, দূর্নীতিবাজদের জন্য চার্টার্ড ফ্লাইট- কটাক্ষ মমতার

এক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নিয়ে, সমস্ত স্বাস্থ্য বিধি মেনে স্কুলে পঠনপাঠন হতে পারে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তবে স্কুলে এখনই প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের শ্রেণিকক্ষে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে পঠনপাঠন শুরুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে না। পরে পরিস্থিতি দেখে ধাপে ধাপে এই বিষয়ে সরকার পদক্ষেপ করবে বলে জানান শিক্ষামন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here