তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা তুফানগঞ্জে, আহত ৭

0
57

মনিরুল হক,কোচবিহারঃ

Collision between tmc bjp
নিজস্ব চিত্র

তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল তুফানগঞ্জে। ওই ঘটনায় কমপক্ষে ৭ জন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ১ নং ব্লকের ধলপল এলাকায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

Collision between tmc bjp
চিকিৎসাধীন আহত।নিজস্ব চিত্র

ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকা উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সুত্রের খবর। কোচবিহার জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানিয়েছেন, গণ্ডগোলের খবর মিলেছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পুলিশের অনুমোদন নিয়েই এদিন সেই ধলপল এলাকায় তৃণমূল কংগ্রেস একটি মিছিল করছিল। সেই সময় বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক ধলপলে রোড-শোর করতে যায়। তৃণমূলের মিছিল প্রায় শেষ হতে না হতে বিজেপির রোড-শো সেখানে গিয়ে ঢুকে পরে। প্রথমে বিজেপি কর্মীরা তৃণমূলের মিছিলের শেষে পাথর দিয়ে ঢিল ছোঁড়তে থাকে। পরে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তাতে তৃণমূল কংগ্রেসর ৭জন কর্মী সমর্থক আহত হয়। তাদের ভর্তি করা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে।
অপরদিকে, বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, আমরা যখন নাটাবাড়ি থেকে ধলপলের দিকে আসি। তখন তৃনমুলের কর্মীরা একটি মিছিল করছিল। সেই মিছিল থেকে সুযোগ বুঝে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ও তাদের কর্মী-সমর্থকদের উপর পাথর ছোঁড়ে। তৃণমূলের হামলায় বিজেপি কর্মী শংকর দাসের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির।
এবিষয় কোচবিহার বিজেপির জেলা কার্যালয়য়ে প্রার্থী নিশীথ প্রামাণিক সাংবাদিক সম্মেলন করে জানান, “আজ নাটাবাড়ি সংলগ্ন তুফানগঞ্জ মহকুমার ধলপলে এক নির্বাচনী প্রচার করতে গিয়েছিলাম সেখানে গিয়ে আক্রান্ত হই। আমাদের নির্বাচনী একটি রোড শোর গাড়িতে তৃণমূলের দুষ্কৃীতরা এলোপাথাড়ি পাথর ছোঁড়তে থাকে। পাশাপাশি আমাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। তৃণমূলের হার নিশ্চিত জেনে তাঁরা আমাদের উপর আক্রমন করেন। আমি রাজবংশী ছেলে, বন্দুক, গুলিতে আমি ভয় পাই না।”
তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৪০টি গাড়ি, ১৫০টি মোটর সাইকেল নিয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের বিনা অনুমতিতে তাঁরা তুফানগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচার করে। ধলপল এলাকা কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত না হলেও তাঁরা সেখানে গিয়ে এলাকার মানুষকে ভয় দেখায়। মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা কোচবিহার জেলা নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত অভিযোগ দায়ের করব। যারা শান্ত কোচবিহারকে অশান্ত করার চেষ্টা করছে সেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবী রাখছি।” তিনি আরও বলেন, “ধলপল এলাকায় নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা মিছিল করছিল।

আরও পড়ুনঃ ভারতীর প্রচার গাড়িতে হামলা,মারধরের অভিযোগ নির্বাচন এজেন্টকে

সেই সময় বিজেপির দুষ্কৃতীরা আমাদের মিছিলের শেষের দিকে কর্মী-সমর্থকদের মারধোর করেন। তাতে আমাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থকরা আহত হয়। তাঁরা বর্তমানের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here