নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্লাটিনাম জুবিলী বছর পূর্তি উৎসব আয়োজিত হল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ে। ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে উক্ত বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা বিদ্যালয়ের এলাকার সমগ্র অঞ্চল পরিক্রমা করে। স্কুলের কচিকাঁচা ছাত্র ছাত্রীদের সঙ্গে পা মেলান তাদের বাবা-মা ও এলাকার সর্বস্তরের মানুষ। শোভাযাত্রায় ছিল বাচ্চাদের পছন্দের জীবন্ত পুতুল ‘ড্রাগন নৃত্য’ বিভিন্ন মনীষীদের অত্যহিত জীবন্ত স্ট্যাচু এবং আদিবাসীদের ধামসা মাদল সহযোগে নৃত্য। যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছিল।
শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন ,প্রদীপ প্রজ্জ্বলন ও পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয় ।প্লাটিনাম জুবিলী উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণ করা হয়েছিল। আমন্ত্রিত প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে ছিলেন অনুষ্ঠানের প্রধান উদ্বোধক তথা লন্ডন ফেরত প্রখ্যাত চিকিৎসক প্রসন্ন কুমার প্রামানিক। তিনি বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের পুরনো স্মৃতি তুলে ধরেন। সেই সঙ্গে বাংলা মাধ্যমে পড়ার পর ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করতে গিয়ে কি অবস্থা হয়েছিল তা সবার কাছে তুলে ধরেন।
এছাড়া বতর্মান উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম বাবু বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বিদ্যালয়ের অবস্থা তুলে ধরেন এবং এলাকাবাসীদের সঙ্গে থাকার আহ্বান জানান।এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির প্রাক্তন শিক্ষক নোনিগোপাল শীট, বিনা শীট সহ অনান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584