প্রীতম সরকার, ওয়েবডেস্কঃ
পৃথিবীতে নানা তান্ডব ঘটে গিয়েছে। ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনা। আমেরিকায় জঙ্গি আক্রমনে যখন ত্রাহিত্রাহি রব উঠেছিল, তখনও ছাপা বন্ধ হয়নি কমিকস বই। কিন্তু এবার হলো। সৌজন্য, করোনা ভাইরাসের আক্রমন।
প্রতিদিন আমেরিকাতে বেড়েই চলেছে করোনায় সংক্রমিত মৃত্যুর ঘটনা। ওই দেশের তাবড় তাবড় বৈজ্ঞানিকরা এখনও আবিস্কার করতে পারেননি এই ভাইরাসের কোন প্রতিষেধক। তাই করোনা ভাইরাসের সংক্রমনের জেরে আমেরিকার ৮০ বছরে এই প্রথমবার প্রকাশিত হচ্ছেনা কোন কমিকস বই।
আরও পড়ুনঃ এবার হু’কে হুমকি ট্রাম্পের
মার্কিন মুলুকে কমিক-বুক নির্ভর সিনেমা বা ওয়েব সিরিজের শুটিং আগেই বন্ধ রাখতে হয়েছিল করোনার তান্ডবে। এবার মুলতুবি রাখতে হচ্ছে কমিকস বই প্রকাশও। গত ৮০ বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, টুইন টাওয়ারের পতনের মতো নানা ছোট বড় বিপর্যয়ের মধ্যেও কখনও বন্ধ হয়নি কমিকস বই প্রকাশ।
আমেরিকায় করোনা সংক্রমন এবং মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ভারতের চেয়ে অনেক গুন বেশি। সেই কারনে আগামী কয়েক মাস বইয়ের কপি বাজারে আসার সম্ভাবনা নেই। এই খবরে কমিকস ভক্তদের প্রচন্ড নিরাশা।
করোনার হাত থেকে বাঁচার জন্য গৃহবন্দি হয়ে যে তারা কমিকসের বইএর কাল্পনিক চরিত্রগুলোর মধ্যে ডুবে থাকবেন, সেই সম্ভাবনা নেই। আমেরিকায় কমিকস বই ছাপা বন্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব পরবে সমস্ত পৃথিবী জুড়ে, সে কথা বলার অপেক্ষা রাখেনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584