মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
কক্সবাজার থেকে বাংলাদেশে পুজো-মণ্ডপে হামলার ঘটনার মূল চক্রী ইকবাল হোসেন-কে গ্রেফতার করল পুলিশ। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কক্সবাজারে আটক হওয়া ব্যক্তিই কুমিল্লার ইকবাল হোসেন। একথা জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ। বৃহস্পতিবার ১২টা নাগাদ সুগন্ধা সৈকত থেকে গ্রেফতার করা হয়েছে ইকবাল হোসেন-কে। এরপর তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে। সেখানেই তাকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করবে পুলিশ।
কুমিল্লার নানুয়া দীঘির পাড় এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চিহ্নিত করেছে ইকবালকে। সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে যে, পবিত্র কোরান হাতে নিয়ে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ে ওই অস্থায়ী পূজামণ্ডপে প্রবেশ করছে শহরের দ্বিতীয় মুরাদপুরের লস্করপুকুরপাড়ের বাসিন্দা ইকবাল হোসেন। এর কিছুক্ষণ পরেই দেখা যায়, হাতে হনুমানের গদা নিয়ে মণ্ডপ থেকে বেরিয়ে আসছে ইকবাল। সেই সময় তার হাতে কোরান ছিল না।
এই সিসিটিভি ফুটেজ দেখে ইকবালকে শনাক্ত করেছেন তার মা আমেনা বেগম। তিনিই বলেন যে, ভিডিও ফুটেজে যাকে দেখা যাচ্ছে সে তারই ছেলে ইকবাল। আমেনা বেগম জানান, ইকবাল রঙের কাজ করতো আর প্রতিদিনই নেশা করে বাড়ি ফিরত।
পরিবারের অন্য সদস্যরা জানান, ইকবাল ভবঘুরের মতো জীবন কাটায়। মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের প্রায়ই বিরক্ত করে সে। এমন তথ্য পাওয়ার পর পুলিশের প্রাথমিক অনুমান, কুমিল্লায় হিন্দুদের উপর পরিকল্পিত হামলার যে ছক কষা হয়েছিল। আর তাতেই কাজে লাগানো হয়েছিল ইকবালকে। তাই সে মোটা টাকার বিনিময়ে এই কাজ করেছিল। এখন প্রশ্ন হল, কারা মাদকাসক্ত ইকবালকে নির্দেশ দিয়েছিল দুর্গাপুজো মণ্ডপে কোরান রেখে আসতে? এখন সেই মূল অভিযুক্তদের খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584