পথ দুর্ঘটনায় মৃত্যু রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক-সহ তিন পুলিশকর্মীর

0
179

নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের লকডাউনের দিন সাতসকালে হুগলির দাদপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্য পুলিশের কমান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়। একইসঙ্গে মৃত্যু হয়েছে তাঁর গাড়িচালক ও নিরাপত্তারক্ষীরও।ঘটনাটি ঘটেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর হুগলির দাদপুর থানা এলাকায়।

Debasree Chattarjee | newsfront.co
দেবশ্রী চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র

রাজ্য পুলিশের ১২ ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পাশাপাশি কলকাতা পুলিশের ইতিহাসে থানার প্রথম মহিলা ওসিও ছিলেন দেবশ্রী। বৃহস্পতিবার রাতে তিনি শিলিগুড়ির ডাবগ্রামে ব্যাটালিয়নের সদর দফতর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন। কলকাতার পর্ণশ্রী এলাকায় তাঁর বাড়ি।

Dead person | newsfront.co
দুর্ঘটনাগ্রস্থ। নিজস্ব চিত্র

আজ, শুক্রবার সকালে ঘড়ির কাঁটা তখন সবে ৬ টা পেরিয়েছে। হুগলির দাদপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এসে পুলিশের একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে। এরপরই দুমড়মুচড়ে যায় গাড়িটি।

Road accident | newsfront.co
নিজস্ব চিত্র

সেসময় ওখানে টহল দিচ্ছিল পুলিশ, ছিলেন কয়েকজন সিভিক ভলান্টিয়ারও। দুর্ঘটনা চোখে পড়তেই তাঁরা ছুটে যান। বুঝতে পারেন, গাড়িটি ডাবগ্রামের ১২ নং ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়ের। গাড়ি থেকে তৎক্ষণাৎ তিনজনকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে, আধিকারিক দেবশ্রী চট্টোপাধ্যায় ও তাঁর নিরাপত্তারক্ষী তাপস বর্মণ এবং গাড়িচালক মনোজ সাহাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর তিনজনের দেহ চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Truck | newsfront.co
দুর্ঘটনাগ্রস্থ গাড়ি। নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির ডাবগ্রাম থেকে গাড়ি নিয়ে বেহালার পর্ণশ্রীতে নিজের বাড়ি ফিরছিলেন রাজ্য পুলিশের কমান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়। সকালে দাদপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে।

accident | newsfront.co
নিজস্ব চিত্র

আর তার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। তবে গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরেই এই দুর্ঘটনার কবলে পড়লেন ওই তিনজন নাকি দুর্ঘটনার অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছয় হুগলি গ্রামীণ পুলিশ। গাড়িটি একেবারেই ভেঙেচুরে গিয়েছে।

আরও পড়ুনঃ স্বাস্থ্য কমিশনে বেসরকারি হাসপাতালের বিল মুকুবের বেআইনি আবদার রোগীর পরিবারের

Car accident | newsfront.co
নিজস্ব চিত্র

সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে চলছে তদন্ত। হুগলি গ্রামীণের পুলিশ সুপার তথাগত বসু প্রাথমিকভাবে জানিয়েছেন, গাড়িটি বর্ধমানের দিক থেকে প্রচণ্ড গতিতে আসছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা, সবটাই স্পষ্ট হবে ফরেন্সিক রিপোর্ট আসার পরই।

আরও পড়ুনঃ করোনা-আক্রান্ত কলকাতার নগরপাল অনুজ শর্মা, মৃত্যু এএসআইয়ের

এদিকে, রাজ্য পুলিশের অন্যতম দক্ষ পুলিশ আধিকারিকের এহেন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ পুলিশ মহল। সংশ্লিষ্ট মহল সূত্রে খবর, দেবশ্রী চট্টোপাধ্যায় বহুদিন কলকাতা পুলিশেরও পদস্থ অফিসার হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তাঁকে স্থানান্তরিত করা হয়। আপাতত তিনি ডাবগ্রামে ১২ নং ব্যাটেলিয়নের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here