অতিমারী কাটিয়ে ২৭ মার্চ থেকে বিদেশী বিমান চলাচলে উঠে যাচ্ছে সব নিষেধাজ্ঞা

0
66

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ক্রমশ স্বাভাবিকের পথে দেশের করোনা পরিস্থিতি। তাই এবার স্বাভাবিক হতে চলেছে দেশের আন্তর্জাতিক উড়ান পরিষেবাও। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে স্বাভাবিক পরিষেবা। ঐদিন থেকে ভারতে আন্তর্জাতিক বিমান চলাচলে উঠে যাচ্ছে সমস্ত নিষেধাজ্ঞা।

Flight
প্রতীকী চিত্র

করোনা অতিমারীর কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকেই ভারতের সঙ্গে বিদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়। পরবর্তীতে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির ভিত্তিতে কিছু সংখ্যক বিমান চলাচল শুরু হয়। পরে ওমিক্রনের দাপটে তা পিছিয়ে যায়। আপাতত পরিস্থিতি পর্যালোচনা করে আগের যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা করলো কেন্দ্র।

আরও পড়ুনঃ প্যালেস্তাইনে ভারতীয় দূতাবাসের ভিতরেই মৃত্যু রামাল্লার ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্য-র

গত ১৯ জানুয়ারি ২০২২ ,কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এক নির্দেশিকা জারি করে জানায় যে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবার নিষেধাজ্ঞা জারি থাকছে। এরপরেই এদিনের নির্দেশিকায় জানানো হল যে, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকায় শিথিল হচ্ছে নিষেধাজ্ঞা, ২৭ মার্চ থেকে বৈদেশিক বিমান চলাচলে আর কোন নিষেধাজ্ঞা থাকছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here