দীর্ঘ ৫৬ বছর পর হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি রুটে চালু হল ট্রেন চলাচল

0
78

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

সালটা ১৯৬৫। শেষবার বাংলার হলদিবাড়ি থেকে ওপার বাংলার চিলাহাটি এই রেলপথে ট্রেন চলেছিল। তারপর দীর্ঘ ৫৬ বছর কেটে গেছে ওই রেলপথ নীরব হয়েছে। রবিবার ফের মুখর হল সে পথ। এ এক ঐতিহাসিক মুহূর্ত। ৫৬ বছর পর হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি রেল রুটে ৪০টি ওয়াগন নিয়ে ছুটল মালগাড়ি। ১ অগাস্ট, রবিবার সকালে ডামডিম স্টেশন থেকে ৫৯টি ওয়াগনে পাথর বোঝাই করে একটি ট্রেন নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছয়।

Haldibari station
সৌজন্যেঃ এন ডিটিভি

এরপর হলদিবাড়ি স্টেশনে কাগজপত্র পরীক্ষার পর বিকেল সাড়ে ৪টে নাগাদ আন্তর্জাতিক সীমান্তের গেট পার করে ৪০টি ওয়াগন ও একটি ব্রেক ভ্যান নিয়ে বাংলাদেশের চিলাহাটি স্টেশনের উদ্দেশে রওনা দেয় পণ্যবাহী ট্রেনটি। প্রতিমাসে অন্তত ২০ বার হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি রেল রুটে যাতায়াত করবে।

আরও পড়ুনঃ শুরু ফুলবাগান-শিয়ালদহ ইস্ট ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান, লক্ষ্য কালিপুজোয় যাত্রী পরিষেবা শুরু করার

এটি ভারত-বাংলাদেশের অন্যতম পুরনো রেলপথ। এই দুই দেশের রেলপথের বেশির ভাগই ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। ২০২০ সালের ১৭ ডিসেম্বর এই পথটি আবার নতুন করে চালু হয়। এটি ব্রডগেজ রেললাইন। ভার্চুয়ালি এই রেলপথের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার থেকে হলদিবাড়ি-চিলাহাটি রুটে ট্রেন চলাচল শুরু হল। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল হাজার হাজার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here