ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে এবারের নির্বাচনে। এবার কমিশনের আইনজীবী মোহিত ডি রাম ইস্তফা দিলেন কমিশনের আইনজীবির পদ থেকে, কারণ হিসেবে তুলে ধরলেন ‘মূল্যবোধ’-এর প্রশ্ন। শুক্রবার ইস্তফা দিয়েছেন তিনি। ইস্তফাপত্রে লিখেছেন, ‘বর্তমানে কমিশন যেভাবে কাজ করছে, তার সঙ্গে নিজের মূল্যবোধের সঙ্গে আপোষ করা সম্ভব হচ্ছে না।’
২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করে আসছেন আইনজীবী মোহিত ডি রাম। সুপ্রীম কোর্টে কমিশনের আইনজীবি প্যানেলের অন্যতম প্রধান মুখ তিনি। শুক্রবার কমিশনের আইন বিভাগের পরিচালনকর্তার কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ‘মূল্যবোধ’ এর প্রশ্নের পাশাপাশি কমিশনের সঙ্গে কাজ করার যে সুযোগ তিনি পেয়েছেন, তার জন্য ইস্তফাপত্রে নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত স্বঘোষিত ‘ধর্মগুরু’ আশারাম বাপু, রয়েছেন ভেন্টিলেশনে
নির্বাচন কমিশন বিজেপি-র হয়ে কাজ করছে, গত কয়েক মাস ধরেই লাগাতার এই অভিযোগ সামনে এসেছে। নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে করোনা বিধির তোয়াক্কা না করে রাজনীতিকদের জমায়েত প্রসঙ্গে মাদ্রাজ হাইকোর্ট রীতিমতো তুলোধোনা করেছে নির্বাচন কমিশনকে। এমনকি সাধারণ মানুষের জীবনের তোয়াক্কা না করায় কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত বলে মন্তব্য করে মাদ্রাজ হাইকোর্ট।
স্বাভাবিক ভাবেই সংবাদমাধ্যমও আদালতের এই বক্তব্যকে প্রকাশ করে। আদালতের মৌখিক রায় যাতে সংবাদমাধ্যমের হাতে না পৌঁছায়, কমিশন সে আবেদন জানায় মাদ্রাজ হাইকোর্টেই। আদালত রাজি না হওয়ায় সুপ্রিম কোর্টে মামলা করে কমিশন। কিন্তু শীর্ষ আদালতও তাদের ভর্ৎসনা করে। এর মধ্যেই কমিশনের আইনজীবী মূল্যবোধের প্রশ্ন তুলে পদত্যাগ করায় আরো একবার প্রশ্ন উঠে গেল কমিশনের ভূমিকা নিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584