শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
আজ কলকাতা পুরভোটের প্রচারের শেষ দিন। শেষ দিনে চমক দিয়ে প্রচার সারেন তৃণমূলের প্রার্থীরা। পিছিয়ে নেই বিরোধী দলের প্রার্থীরাও। এর মাঝেই নির্বাচন কমিশন কলকাতা পুরভোটে উত্তেজনাপ্রবণ বুথের তালিকা প্রকাশ করল আজ। কলকাতার পুরভোটের ১৬ টি বরোর ১.১৩৯ টি বুথ উত্তেজনা প্রবণ বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৭৮৬ টি বুথ দারুণভাবে উদ্বেগজনক ও স্পর্শ কাতর। কলকাতার পুরভোটে ১৬ টি বরোয় ভোট গ্রহণ কেন্দ্র আছে ৪,৯৫৯ টি। নির্বাচন কমিশনের তরফ থেকে বহিরাগতদের আটকানোর জন্য জেলা প্রশাসকদের চরমভাবে সতর্ক থাকার নির্দেশও দিয়েছে।
কলকাতা পুরভোটের প্রচারের শেষ দিন ছিল আজ। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দারুণ ভাবে প্রচার সারেন। দলের প্রার্থীদের হয়ে প্রচার করতে আসেন বিভিন্ন হেভিওয়েট নেতা-নেত্রীরা। তার মধ্যে হাতে ফুটবল নিয়ে পালকিতে চড়ে চমক জাগিয়ে দলের প্রার্থীদের জন্য প্রচারে আসেন কামারহাটার তৃণমূল বিধায়ক মদন মিত্র। ভোট প্রচারে এসে তিনি দেশের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গাত্মক সুরে বলেন, “১৮০০ বা ১৯০০ সালে রায় বাহাদুরদের হাত ধরে কলকাতায় পালকি আসে। এখন আমাদের দেশের আর এক রাজাবাহাদুর নরেন্দ্র মোদী দিল্লিতে ক্ষমতায় আছেন। ওরা চড়বে চপারে, আর সাধারণ মানুষকে চড়তে হবে পালকিতে।” পাশাপাশি জয়ের ব্যাপারে দারুণ ভাবে আশাবাদী তিনি। তিনি বলেন, “সবাইকে ফুটবলের মতো উড়িয়ে দিয়ে ১৪৪ টি আসনে আমরাই জয়লাভ করবো।”
আরও পড়ুনঃ ধর্ষণ নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা
শেষ দিনের ভোট প্রচারে চমক জাগিয়ে সাড়া ফেলছেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকও। বাবুঘাট থেকে স্ট্র্যান্ড রোড ধরে পায়ে হেঁটে আজ ভোট প্রচার করেন। সঙ্গে ছিল কয়েকশো কংগ্রেস সমর্থক এবং সঙ্গে ছিল ঘোড়ার গাড়ি। অন্যদিকে, কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ববি চেতলা এলাকায় ৮২ নম্বর ওয়ার্ডের একজন হেভিওয়েট প্রার্থী। তিনি আজ হুডখোলা গাড়িতে চেপে ভোট প্রচার করেন।
আরও পড়ুনঃ মেয়েদের নূন্যতম বিয়ের বয়সে পরিবর্তন! ১৮ বছরের বদলে করা হচ্ছে ২১ বছর
আজ ১০১, ১০২ এবং ১১০ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীদের হয়ে ভোট প্রচারে আসেন বামফ্রন্টের প্রথম সারির হেভিওয়েট নেতা সুজন চক্রবর্তী। দলের প্রার্থীদের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এছাড়াও কলকাতা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিজয় ওঝার হয়ে প্রচারে আসেন সুকান্ত মজুমদার ও সায়ন্তন বসুরা। তারা বড়বাজারের বটতলা এলাকায় প্রচার সারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584