নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যের বাকি ১০৮টি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশে ভরসা… আজও হল না সিদ্ধান্ত। আদালত এই সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছাড়লো। বুধবার আদালত নির্দেশ দিয়েছে যে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে।
দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার উলুবেড়িয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূমের মোট ১০৮ টি পুরসভার ভোট রয়েছে আগামী ২৭ ফেব্রুয়ারি। শান্তিপুর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়ে মামলা হয় হাইকোর্টে। সে মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল আদালত।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে আজ চতুর্থ দফা নির্বাচন! ভোটগ্রহণ চলছে বহুল চর্চিত লখিমপুর খেরি সহ ৫৯ টি আসনে
বুধবার এই মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, আসন্ন পুরভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি থাকবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য নির্বাচন কমিশন-কে। রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনার পরই রাজ্য নির্বাচন কমিশন জানাবে কেন কেন্দ্রীয়বাহিনী প্রয়োজন বা প্রয়োজন নয়। আর রাজ্য পুলিশ দিয়ে ভোট হলে যদি কোনরকম অশান্তি ঘটে তার দায়িত্ব নিতে হবে কমিশনকে, তাও জানিয়ে দিয়েছে আদালত। হাই কোর্টের তরফে আরও জানানো হয়েছে, রাজ্য পুলিশ দিয়ে ভোট হলে অশান্তির দায় নিতে হবে নির্বাচন কমিশনারকেই।
আরও পড়ুনঃ সিবিআই ছাড়া দ্বিতীয়বার মৃতদেহের ময়নাতদন্তে ‘না’ আনিসের বাবার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584