মমতাজকে পতাকা-ব্যানার সরানোর নোটিশ কমিশনের

0
148

সুদীপ পাল,বর্ধমানঃ

তৃণমূল কংগ্রেসের পতাকা ও ব্যানার সরানোর জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিল প্রশাসন।বর্ধমান দক্ষিণ বিধানসভার আসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) তথা এসডিও পুষ্পেন্দু সরকার বর্ধমান-দুর্গাপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সঙ্ঘমিতাকে নোটিশ দিয়েছেন।

Commission Notice to Momtaz
মমতাজ সঙ্ঘমিতা।ফাইল চিত্র

আগামী ২৯ এপ্রিল বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভার নির্বাচন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক আসতে পারেন শহরে। তার আগেই নোটিশ দিয়ে সব ব্যবস্থা করছে প্রশাসন।এই নোটিশ কপি ডিএসপি (হেডকোয়ার্টার), ২৬০ বর্ধমান দক্ষিণ বিধানসভার এমসিসি সেলের ইনচার্জ,বর্ধমান সদর থানার আইসি এবং এক্সপেনডিচার মনিটরিং ইনচার্জকেও দেওয়া হয়েছে। নোটিশের কথা স্বীকার করে তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিতা জানান,বর্ধমান শহরে জিটি রোড এবং আরামবাগ রোডে তেলিপুকুর মোড় পর্যন্ত রাস্তা থেকে দলীয় পতাকা ও ফেস্টুন খুলে ফেলার জন্য মহকুমা শাসক চিঠি দিয়েছেন।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পতাকা ও ফেস্টুন না সরালে ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের ১৮৪ ধারায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এসডিও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here