নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শিক্ষার অধিকার নিয়ে লিফলেট বিলি করতে গিয়ে বেধড়ক পিটুনি খেতে হল কয়েকজন সাধারণ ছাত্রছাত্রীকে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত গুন্ডা কানকাটা দেবার নেতৃত্বে তৃণমূল ছাত্র সংগঠনের দিকে।
বিভিন্ন সরকারি কলেজ-ইউনিভার্সিটিগুলোকে তুলে দেওয়ার নীতির বিরুদ্ধে এক সেমিনারের আয়োজন করার উদ্দেশ্যে লিফলেট বিলি করা হচ্ছিল বলে জানা গেছে। লিফলেট প্রচার রাজাবাজার সায়েন্স কলেজ সহ বেশ কিছু কলেজে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজে বাধার সম্মুখীন হয় তারা। প্রথমে বাদানুবাদ, পরে বেধড়ক পিটুনি।প্রায় ৫০-৬০ জন এসে মাটিতে ফেলে পেটাতে শুরু করে লিফলেট বিলি করা ছাত্রছাত্রীদের।কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, ফাটিয়ে দেওয়া হয় মাথা,তাও প্রকাশ্য রাস্তায়।গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শক হয়ে থাকে।পুরো ঘটনার নেপথ্যে যার নাম উঠে আসছে সে হল তৃণমূল আশ্রিত গুন্ডা কানকাটা দেবা।সে আগে সিপিএমের হয় গুন্ডামি করতো, এখন করছে তৃণমূলের হয়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসার পর আহত ছাত্রছাত্রীদের আনা হয় মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করার জন্য।
আরও পড়ুন: স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশুকন্যা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584