নিজস্ব সংবাদদাতা, বহরমপুর:
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন দেখা গেল বহরমপুর সুভাষপল্লী ইউনাইটেড ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণে।
হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে টাকা পয়সা তুলে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রায় ৫০০ পরিবারের হাতে ৬ কিলো করে চাল, ৩কিলো আলু ও ১ডজন করে ডিম তুলে দেওয়া হয়।
পঞ্চাননতলা থেকে চুয়াপুর-এই এলাকার কয়েক হাজার দরিদ্র ও দুস্থ বসবাস করে। লকডাউনে তাদের চরম দুর্দশা চলছে। লকডাউনের মাঝে উপশম স্বরূপ এই দরিদ্র, দুস্থ ও দিন আনে দিন খাই- এমন ৫০০ পরিবারের হাতে চাল, আলু, ডিমের মত প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়ায় স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা।
এ বিষয়ে ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক তথা সমাজসেবী রাকেশ শেখ নিউজফ্রন্টকে জানান যে তারা এই কর্মসূচি আগামীতেও চালিয়ে যাবেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584