নেতার হাতে খুন্তি, ইংলিশ বাজারে চলছে ‘আমাদের রান্নাঘর’

0
235

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি কাজল গোস্বামীর উদ্যোগে এবং বেশ কিছু সহৃদয় ব্যক্তির সহযোগিতায় ইংলিশবাজারে ধারাবাহিকভাবে চলছে কমিউনিটি কিচেন। এখান থেকে প্রতিদিন প্রায় ১০০০ জন অসহায় দুস্থ লোকের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। রান্নায় খুন্তি ধরেছেন জাঁদরেল তৃণমূল নেতা বাবলা সরকার।

Community kitchen | newsfront.co
খাদ্যের আয়োজন। নিজস্ব চিত্র

এব্যাপারে কাজলবাবু জানান, লকডাউন দীর্ঘ প্রায় এক মাস চলতে থাকার ফলে গরীব, দিনমজুর শ্রেণীর মানুষের প্রচন্ড খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। এই সঙ্কট থেকে ওই মানুষগুলিকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা চালাচ্ছি আমরা।

আরও পড়ুনঃ ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের লালারসের নমুনা পরীক্ষা মালদহে

আমরা ‘আমাদের রান্নাঘর’ নামে একটি কমিউনিটি কিচেন চালু করেছি। আমরা প্রত্যন্ত গরীব এলাকায় প্রায় ১০০০টি পরিবারের কাছে রান্না করা খাবার তুলে দিচ্ছি। সামজিক দূরত্ব বজায় রেখে এবং স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে এই খাবার পরিবেশন করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here