নবনাট্য সংস্থা ও রেড ভলেন্টিয়ার এর উদ্যোগে কমিউনিটি কিচেন চালু হল কান্দিতে

0
172

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ডে কমিউনিটি কিচেন চালু হল ছাতনাকান্দি নবনাট্য সংস্থা ও রেড ভলেন্টিয়ার (CPI) এর উদ্যোগে।

food distributed | newsfront.co
নিজস্ব চিত্র
red volunteers | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা অতিমারির এই পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারা অবস্থায় রয়েছে দিনের পর দিন, হয়তো দু-বেলা দু মুঠো ঠিক মতো খাবারও জোটে না। তাই তাদের মুখে একটু খাবার তুলে দিতে এই কমিউনিটি কিচেনের উদ্বোধন।

community kitchen | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সাধারণ মানুষের পাশে আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া

নবনাট্য সংস্থার সম্পাদক ও রেড ভলেন্টিয়ার (CPI) এর সদস্যরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে ওই অসহায়- দুস্থ মানুষগুলোর মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। রবিবার এই কমিউনিটি কিচেনে অসহায়-দুস্থ ভবঘুরে মানুষদের জন্য দুপুরের খাবার বিতরণ করা হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here