অসহায় ভবঘুরেদের জন্য কমিউনিটি কিচেন

0
36

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং গণতান্ত্রিক মহিলা সমিতি ইসলামপুর শহরের মিলনপল্লীতে ২৫ বৈশাখ থেকে কমিউনিটি কিচেন চালু করেছে। মিলনপল্লী আদিবাসী পাড়া, মাহাতো পাড়া, কলোনী পাড়ায় বহু দুঃস্থ মানুষের বাস করেন। এই কিচেন থেকে তাদের হাতে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। ফলে দুবেলা পেটপুরে খাবার পাচ্ছে শতাধিক দু:স্থ ও অসহায় মানুষ।

food given | newsfront.co
নিজস্ব চিত্র

আয়োজক সংস্থার তরফে গৌতম বর্মন জানান, ‘এই সংকটের মুহূর্তে যাদের দুবেলা খাবার জোটে না, তাদের জন্যই এই কমিউনিটি কিচেন চালু হয়েছে।’ এর আগেও স্থানীয় শান্তিনগর সহ মোট ২ জায়গায় শুরু হয়েছে এই কমিউনিটি কিচেন। এর মাধ্যমে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে।

আরও পড়ুনঃ ত্রাণ বিলিতে তদারকি কালিয়াগঞ্জের বিধায়কের

অনেক অসহায় মানুষ নির্দিষ্ট সময়ে ইসলামপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে ছুটে যান সেখানে খাবারের আশায়। অন্যদিকে ভবঘুরেদের জন্য লঙ্গরখানা চালু করতে চলেছে ইসলামপুর পুরসভা। চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালা জানান, ‘সোমবার থেকে ভবঘুরেদের জন্য চালু হবে লঙ্গরখানা।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here