নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং গণতান্ত্রিক মহিলা সমিতি ইসলামপুর শহরের মিলনপল্লীতে ২৫ বৈশাখ থেকে কমিউনিটি কিচেন চালু করেছে। মিলনপল্লী আদিবাসী পাড়া, মাহাতো পাড়া, কলোনী পাড়ায় বহু দুঃস্থ মানুষের বাস করেন। এই কিচেন থেকে তাদের হাতে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। ফলে দুবেলা পেটপুরে খাবার পাচ্ছে শতাধিক দু:স্থ ও অসহায় মানুষ।
আয়োজক সংস্থার তরফে গৌতম বর্মন জানান, ‘এই সংকটের মুহূর্তে যাদের দুবেলা খাবার জোটে না, তাদের জন্যই এই কমিউনিটি কিচেন চালু হয়েছে।’ এর আগেও স্থানীয় শান্তিনগর সহ মোট ২ জায়গায় শুরু হয়েছে এই কমিউনিটি কিচেন। এর মাধ্যমে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে।
আরও পড়ুনঃ ত্রাণ বিলিতে তদারকি কালিয়াগঞ্জের বিধায়কের
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584