এলাকায় কো-মর্বিডিটিদের অগ্রাধিকার দিতে চায় কলকাতা পুরসভা

0
30

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

যাদের কো মর্বিডিটি বা অন্যান্য রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে করোনা সংক্রমণ ভয়াবহ হয়ে উঠতে পারে, এ কথা আগেই জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই দৈনিক ৫৪ জনের মৃত্যুহার পার করেছে রাজ্য। তার মধ্যে মৃত্যু হারে শীর্ষে রয়েছে কলকাতা।

KMC | newsfront.co
প্রতীকী চিত্র

তাই পুরসভার সিদ্ধান্ত, বিভিন্ন ওয়ার্ডে কো মর্বিডিটিদের তালিকা তৈরি করে তাদের লালারস নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। মঙ্গলবার এক বৈঠকের পর এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতীন ঘোষ।

এদিন করোনা সংক্রমিত পুরসভার ৭০ টি ওয়ার্ডের মেডিক্যাল অফিসারদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের গ্লোবাল এ্যাডভাইজারী কমিটির সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরী। এই বৈঠকে অভিজিৎবাবু ছাড়াও উপস্থিত ছিলেন অতীন ঘোষ, আইএমএর রাজ্য সম্পাদক শান্তনু সেন।

আরও পড়ুনঃ নিউ আলিপুরের বিলাসবহুল আবাসনে রহস্য মৃত্যু নিরাপত্তাকর্মীর

বৈঠকের পর স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসকবোর্ডের সদস্য অতীন ঘোষ বলেন, “পুরসভার স্বাস্থ্যকর্মীরা এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে কো-মর্বিডিটি আছে বা অন্যান্য রোগে আক্রান্ত, তাদের চিহ্নিত করে তাদের তালিকা তৈরি করবেন। লালারসের নমুনা পরীক্ষার ক্ষেত্রে এদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।”

আরও পড়ুনঃ দক্ষিণ শহরতলির অটো দৌরাত্ম্য সংক্রমণের কেন্দ্রবিন্দু বলে আশঙ্কা পুরসভার

বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নজরদারি বাড়িয়ে কোন এলাকায় কত কো মর্বিডিটি রোগী রয়েছে, সেই তালিকায় জোর দেওয়া হবে বলে দিন জানান অতীন বাবু। তিনি বলেন, এদের আগে থেকেই চিহ্নিত করে চিকিৎসা শুরু করা যায় তাহলে সে ক্ষেত্রে রাজ্যে যেমন মৃত্যুর হার অনেকাংশে কমানো যাবে, ঠিক একইভাবে এই ধরনের রোগীদের থেকে অন্যান্যদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সেই কারণে কো-মরবিড রোগীদের ক্ষেত্রে জোর দিচ্ছি আমরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here