পিয়ালী দাস, বীরভূমঃ
প্রত্যেকেই বেসরকারি সংস্থার কর্মী। লকডাউন হবার পরেই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয় আপাতত কোম্পানি বন্ধ, তাই বাড়ি ফিরে যেতে হবে কর্মীদের। হাতে সামান্য টাকা দিয়ে দায় সেরেছে কোম্পানির মালিক।
কিন্তু অসহায় শ্রমিকরা নিরুপায় হয়ে দূর্গাপুর থেকে পায়ে হেঁটে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। সোমবার বেলা বারোটা নাগাদ সিউড়ি বাসস্ট্যান্ডে বিশ্রাম নেবার জন্য বসে পড়ে ক্লান্ত শ্রমিকরা। সেই সময় সিউড়ি থানার টহলরত পুলিশ কর্মীরা শ্রমিকদের দেখতে পায় এবং শ্রমিকদের কাছে জানতে পারে রবিবার সকালে তারা দুর্গাপুর থেকে হেঁটে রওনা দেয়।
আরও পড়ুনঃ লকডাউনে গবাদি পশু না মেলায় পাওয়ার টিলার দিয়েই মই কৃষকের
কারো বাড়ি বীরভূমের মুরারই এ, কারো বাড়ি দুমকা তে। পরে সিউড়ি থানার পুলিশ সিউড়ি সদর হাসপাতালে এদেরকে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করিয়ে নিয়ে আসে। ডাক্তারদের পরামর্শে এই শ্রমিকদেরকে সিউড়ি হাটজনবাজার এলাকার কৃষক বাজারে কোয়রান্টিনে রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584