রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
জোরপূর্বক জব কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট বই ছিনিয়ে অত্যাচার করার অভিযোগ করলেন কান্দী থানার অন্তর্ভুক্ত হিজলের শ্রীখন্ডপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আবুল খায়ের।
অভিযোগের তীর শ্রীখন্ডপুর গ্রাম পঞ্চায়েতের মসদস্যা সেভিনা বিবি ও তার স্বামী ফজলুর শেখ ও তাদের জামাই শফিকুল শেখের বিরুদ্ধে।
আবুল খায়ের কান্দি থানায় এসে লিখিত অভিযোগ করেন ফজলুর ও শফিকুল এরা দুজন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তাকে হিজল হাই স্কুলের সামনে ডেকে নিয়ে গিয়ে কানে পিস্তল ঠেকিয়ে চড় থাপ্পড় ও পেটে আঘাত করে তাকে জোরপূর্বক জব কার্ডের ব্যবহারে টাকা তুলে তাদেরকে দেওয়ার কথা বলে নতুবা তার প্রাণনাশের হুমকি দেয়।
এমন কি পঞ্চায়েত সদস্যা সেভিনা বিবি কাছে খায়েরের জব কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট বই রয়েছে যা তিনি ফেরত দিতে চাইছেন না এমনটাই অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ এবিভিপি সমর্থক কলেজ পড়ুয়াকে মারধরের অভিযোগ
তবে থানায় এসে অভিযোগ দায়ের করতে গেলে সেখানেও ডিউটি অফিসার তাকে মারতে যায় এবং গালিগালাজ করে বলেও জানায় আবুল খায়ের ।আঘাতের কারনে খায়েরের চোখের নিচে কেটে গিয়ে রক্ত বেরোয়।
কংগ্রেসের সক্রিয় কিছু কর্মী জানান পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী শাসক দলের। তারা সরকারী প্রকল্পের বিভিন্ন খাতের টাকা পঞ্চায়েতের বিভিন্ন বাসিন্দাদের জবকার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বই নিজেদের কাছে জমা রেখে তা ব্যবহারে টাকা তছরুপ করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584