ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
পুরোনো দিল্লির নিজামুদ্দিন এলাকায় গত ১৩ ই মার্চ থেকে ১৫ ই মার্চ পর্যন্ত তাবলীগ জামাত’এর ধর্মসভার খবর প্রকাশিত হওয়ার পর দেশব্যাপী হইচই পড়ে যায়। জারি হয় সতর্কবার্তা।
কিন্তু সংবাদসংস্থা ডেকান ক্রনিকেলের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওই সমাবেশে চেন্নাই থেকে যোগ দেওয়া ১৮ জন স্বেচ্ছায় চিকিৎসা কর্তৃপক্ষের কাছে মঙ্গলবার করোনা টেস্টের আবেদন জানায়।
পরবর্তীতে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে উক্ত ১৮ জনকেই
করোনা টেস্টে পজিটিভ পাওয়া গেছে অর্থাৎ করোনা পরীক্ষার পর ধরা পড়েছে যে তারা করোনায় আক্রান্ত। কিন্তু অদ্ভুত ব্যাপার হল তাদের কোনো করোনা টেস্ট করাই হয়নি।
Media declared 18 #Tablighi Jamaat congregants #Covid+; Their tests never took place #MarkazNizamuddin https://t.co/k5ZRcCr2wX
— Deccan Chronicle (@DeccanChronicle) April 1, 2020
মেডাভাক্কাম ও পল্লিকারানাই এলাকার ঐ ১৮ জন বাসিন্দাকে বুধবার চেঙ্গালপট্টু সরকারি হাসপাতালে (Chengalpattu Government Hospital) নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খাবার দেওয়া হয়নি এবং তাদের কোনো মেডিক্যাল টেস্টও করা হয়নি ।
অথচ কিছু মিডিয়া হাউস তাদের করোনা পজিটিভ ঘোষণা করে দেয়।
18 men from Medavakkam and Pallikaranai according to a video clip posted in Facebook by one of them on Wednesday were taken to the Chengalpattu Government Hospital and made to wait the whole day They were given no food until evening and were never subjected to any medical test. pic.twitter.com/J1cFiN05eX
— md tauheed (@mdtauheed22) April 2, 2020
উপরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই ভিডিও (নিউজফ্রন্ট কর্তৃপক্ষ ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি)
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
ডেকান ক্রনিকেলের রিপোর্ট অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে যে হাসপাতালের সেই ওয়ার্ডে সামাজিক দূরত্বের কোনো ব্যবস্থা নেই এবং তাদের কোনো চিকিৎসাও করা হয়নি।
সেই ১৮ জনের দাবি তাদের কাছে রক্তের নমুনাও নেওয়া হয়নি অথচ কিছু মিডিয়া হাউস বলতে শুরু করে যে পরীক্ষায় তাদের করোনা ধরা পড়েছে। এতে তাদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584