নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
এবার গুজরাটে গিয়ে, বাঙালি শ্রমিক খুন হওয়ার অভিযোগ উঠল। মৃত শ্রমিকের নাম মধু সরকার । মধু আলিপুরদুয়ার শহরের নর্থ পয়েন্ট এলাকার বাসিন্দা । বয়স আনুমানিক ২২ বছর। মধুর পরিবারের লোকদের অভিযোগ ২৪ তারিখ রাতে মধুকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করেছেন দুষ্কৃতিরা।
দীর্ঘ চার বছর থেকে গুজরাটে কাজ করেন মধু। গুজরাটের ভুরজ তারান জেলার আংকেলেশ্বর থানার অধিনে একটি কাঠ চেরাইয়ের মিলে কাজ করতেন তিনি । ২৪ তারিখ মারা গেলেও ২৫ ডিসেম্বর মৃত্যুর খবর পায় তার পরিবার। এই ঘটনায় আলিপুরদুয়ার শহরে আজ সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত শ্রমিকের পরিবার এখনো মৃতদেহ আনতে পারেন নি। মধুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদিন মধুর মা মালা সরকার বলেন, “ আমরা খুনিদের শাস্তি চাই। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ শেষবার কথা হয়েছে ছেলের সাথে । তার পর আর কথা হয় নি। আমি আমার ছেলের খুনিদের শাস্তি চাই”।
মধুর বাড়ীতে এক ভাই এক বোন রয়েছে। বোনের বিয়ে ঠিক হয়েছে ১৮ ফেব্রুয়ারি। বোনের বিয়ের জন্য টাকা নিয়ে আসবে বলেছিল। কিন্তু আর ফেরা হল না। এদিন বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়েছেন তার বোন দ্বাদশ শ্রেনীর ছাত্রী সুমিত্রা সরকার। সুমিত্রা বলেন, “ দাদাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে মারা হয়েছে বলে শুনেছি। দাদা কারও সাথে মারামারি করার মতো ছেলে নয়। শুনেছি গুজরাট পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। আমরা দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584