নাদিহা বেগম,আরামবাগ,৮ই জুনঃ-
পারিবারিক অশান্তির জেরে এক ষাটোর্দ্ধ বৃদ্ধকে খুন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই স্ত্রী, পুত্র ও এক মেয়ের বিরুদ্ধে।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোঘাটের মদিনা এলাকায়। শুক্রবার সাত সকালেই এই ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঐ বৃদ্ধের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সীতারাম দাঁ(৬১))।পাড়া প্রতিবেশি ও অন্যান্য আত্মীয় স্বজনদের অভিযোগ, প্রায়শই সীতারামের ওপর পারিবারিক অশান্তির জন্য অত্যাচার চালাতেন তাঁর স্ত্রী সন্ধ্যা,ছেলে দিব্যেন্দু ও এক মেয়ে রুমা। আর এই জেরেই এদিন সকালে তারা বৃদ্ধ সীতারাম কে ব্যাপক মারধর করে। অভিযোগ যে এই তিন জনেই তাঁকে মেরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে নিজেদেরই বাথরুমে টাঙ্গিয়ে দেয় তারা। এর পরেই খবর জানাজানি হতেই পাড়া প্রতিবেশিরা আসে। তাদের তিনজন কে মারধর করে। স্থানীয়দের কাছে তারা স্বীকারও করে বলে দাবি তাদের। এর পরেই পুলিশ আসে তাদের তিন জনকেই আটক করে নিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584