ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বিদ্যালয় শৌচালয়েই খাওয়া-দাওয়া করছে এক আদিবাসী পরিবার- এমন এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায়। ঘটনাস্থল মধ্যপ্রদেশের গুনা জেলা। শনিবার রাজঘর থেকে ওই পরিবার ফিরেছে বলে জানা গেছে। অভিযোগ তাদের বিদ্যালয়ের শৌচালয়েই কোয়ারেন্টাইনে রাখা হয়। গুনা জেলার দেবিপুরার এই অমানবিক দৃশ্যে স্তম্ভিত প্রশাসনও।
#Guna home turf of BJP leader Jyotiraditya Scindia.
Toilets being used as quarantine quarters.
Let's shower some rose petals, to quell the stink. pic.twitter.com/QJt4tbnvLo— thakursahab (@65thakursahab) May 3, 2020
শুক্রবার রাতে দেবীপুরা গ্রামে ওই আদিবাসী পরিবার ফেরার পর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গ্রামের লোকেরা তাদের ঢুকতে দিতে অস্বীকার করলে স্থানীয় প্রশাসন তাদের এক বিদ্যালয়ে থাকার পরামর্শ দেয়। পরের দিন জেলা স্বাস্থ্য আধিকারিকরা ওই পরিবারের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে এরকম অমানবিক দৃশ্যের সম্মুখীন হন। তাঁরা সেই খাওয়ার ছবি স্বাস্থ্য বিভাগে পাঠানোর পর তুমুল বিতর্ক শুরু হয়। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি।
তবে স্থানীয় প্রশাসন কর্তাদের বক্তব্য, বিদ্যালয়ের কক্ষেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু মত্ত অবস্থায় ওই পরিবার কর্তা স্ত্রীর সঙ্গে ঝগড়া করে খাবারের থালা নিয়ে শৌচালয়ে চলে যায়। সেই সময়ে স্বাস্থ্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ছবি তোলেন। তাদের বক্তব্য এর মধ্যে বিতর্কের কিছু নেই।
উল্লেখ্য, এই গুনা লোকসভা কেন্দ্রের সাংসদ আবার সদ্য বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর লোকসভা কেন্দ্রে এমন অমানবিক ছবি ধরা পড়ার পর একহাত নিতে ছাড়েননি প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।
(ছবি সংগৃহীত ও ছবির সত্যতা যাচাই করে দেখেনি নিউজফ্রন্ট কর্তৃপক্ষ)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584