রাস্তা তৈরি ঘিরে চালা ভাঙার অভিযোগ,মারধোরের পাল্টা অভিযোগ কাশকুলিতে

0
78

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

complaint about the breaking of siege to making road
রাস্তা নির্মান।নিজস্ব চিত্র
complaint about the breaking of siege to making road
নিজস্ব চিত্র

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নতুন রাস্তা তৈরি নিয়ে ধুন্ধুমার চন্দ্রকোণা ব্লকের কাশকুলি গ্রাম। মাসখানেক আগেই কাশকুলি থেকে মানিককুন্ডু পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়ক রাস্তার মঞ্জুর হয়।বরাত পাওয়া ঠিকাদার কাজ করতে গেলে দেখেন রাস্তার দুধারে কয়েকটি চালা বা পাকা বাড়ি আছে।গ্রামবাসিরা সিন্ধান্ত নেয় রাস্তার সীমানার মধ্যে পড়ে যাওয়া মাটির চালা বা বাড়িগুলি তারা সরিয়ে নেবেন।কিন্তু কংক্রিটের পিলার দেওয়া বাড়ি বা দেওয়ালগুলি বাঁচিয়েই রাস্তা হবে।অভিযোগ,সবাই যে যার ছাউনি,বা মাটির বাড়ি বা চালা থেকে আসবাব সরিয়ে রাস্তার জায়গা ছেড়ে দিলেও অলোক সাঁতরার পরিবার রাস্তার সীমানায় থাকা তাদের চালা সরায়নি।
ওই পরিবারের পক্ষে অভিযোগ,রবিবার হঠাৎ তাদেরকে না জানিয়েই জেসিবি চালিয়ে তাদের সেই চালা ভেঙে দেওয়া হয়। চালার মধ্যেই রয়ে যায় তাদের যাবতীয় আসবাব।শুধু তাই নয় স্থানীয় গ্রামবাসীরা তাদেরকে মারধরও করে বলে জানান সাঁতরা পরিবারের সদস্যরা।অন্যদিকে স্থানীয়দের অভিযোগ ওই পরিবারের সদস্যরাই তাদের গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধর করে,এমনকি একজনের মাথায় ইঁট দিয়েও আঘাত করা হয়।অথচ প্রায় দুমাস ধরে ওই পরিবারকে ওই চালা থেকে যাবতীয় আসবাব সরিয়ে নেবার জন্য বলা হয়েছিল।

complaint about the breaking of siege to making road
চালা ভাঙার অভিযোগ মনিমালা সাঁতরার।নিজস্ব চিত্র
complaint about the breaking of siege to making road
মারধোরের অভিযোগ উত্তম সিং।নিজস্ব চিত্র

আরও পড়ুন: পর্যটকদের সাহায্যে তথ্যমিত্র কেন্দ্র,সঙ্গে উপহার সবুজ ব্যাগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here