শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ তা সত্বেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, শান্তিনিকেতন থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হল ‘বিশ্বভারতী ও শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ’-র পক্ষ থেকে।
বিশ্বভারতী ও শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চের পক্ষে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য বলেন যে, দীর্ঘদিন ধরে উপাচার্য পৌষ মেলায় ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া সিকিউরিটি মানি ফেরত দেননি। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে। কিন্তু পুলিশ ও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই কারণেই তাঁরা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এদিন শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভও প্রদর্শন করেন যৌথ মঞ্চের সদস্যরা।
বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, বিদ্যুতের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে হবে পুলিশকে। এর পরেও যদি প্রশাসন কোনও ব্যবস্থা না নেয় তা হলে গণ আন্দোলনের পথে যাবেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584