দেশ-পুলিশ-সরকারি কর্তৃপক্ষ-আইনি প্রক্রিয়ার মানহানির অভিযোগ কঙ্গনার বিরুদ্ধে

0
61

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার আরও গুরুতর অভিযোগ অভিযুক্ত কঙ্গনা রানাওয়াত, আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে অভিযোগ দায়ের হলো তাঁর নামে। মুম্বাই পুলিশকে নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে কঙ্গনার বিরুদ্ধে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের করা হল।

Kangana Ranaut | newsfront.co
কঙ্গনা রানাওয়াত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে মুম্বই পুলিশের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন কঙ্গনা। মুম্বাইয়ের এক আইনজীবী এবার কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। অভিযোগকারীর বক্তব্য, কঙ্গনার টুইটগুলিতে ধারাবাহিকভাবে আমাদের দেশ, পুলিশ, সরকারি কর্তৃপক্ষ, আইনি প্রক্রিয়ার মানহানি করা হয়েছে।

আরও পড়ুনঃ ভারতের হাতে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ‘নাগ’

অভিযোগপত্রে আরও বলা হয়েছে যে, গত সপ্তাহে বান্দ্রার আদালত কঙ্গনার বিরুদ্ধে মুম্বাই পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়ার পর অভিনেত্রী বিচার প্রক্রিয়াকে নিয়েও প্রশ্ন তোলেন। আগামী ১০ নভেম্বর এই মামলার শুনানি।

আরও পড়ুনঃ বিজেপি আয়োজিত বিতর্কিত পুজোর অনুষ্ঠানে ডোনার নৃত্যানুষ্ঠান, সৌরভকে ঘিরে জল্পনা

বান্দ্রার মেট্রোপলিটন কোর্ট সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয়। একই সঙ্গে তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধেও একই অভিযোগে এফআইআর দায়েরের নির্দেশ দেয় আদালত।

মুন্নাওয়ার আলি সঈদ নামে এক কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার অভিযোগ দায়ের করেন। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সাক্ষাৎকারে কঙ্গনা ও তাঁর দিদি সাম্প্রদায়িক ঘৃণা, বিদ্বেষ ছড়িয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতেই বিদেশি নাগরিকদের ভারতে আসার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকের

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মানহানি করেছেন বলেও কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই কাস্টিং ডিরেক্টর। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ২৯৫ এ, ১২৪ ও ৩৪ ধারায় কঙ্গনা ও তাঁর দিদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একাধিক ইস্যুতে মুখ খুলে শিরোনামে এসেছেন কঙ্গনা রানাওয়াত। নেপোটিজমের অভিযোগ তুলেছেন বলিউডের প্রভাবশালীদের বিরুদ্ধে। কিছুদিন আগে বলিউডের সঙ্গে মাদক যোগ নিয়ে একাধিক মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here