অভিযোগের প্রত্যুত্তরে পাল্টা অভিযোগ,নিরুত্তর প্রিসাইডিং অফিসার,বাড়ি ফিরে গেল নির্বাচক

0
170

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

ভোট দেবেন বলে বুথে এসেছিলেন।কিন্তু এসে দেখলেন তার ভোটটি অন্য কেউ দিয়ে দিয়েছেন।অথচ ওই মহিলার হাতে কোনো কালি নেই।সাহায্যের জন্য এগিয়ে এলেন না পিসাইডিং অফিসার।ঘটনা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের ১৬৩ নম্বর বুথের রসিলাদহ প্রাথমিক বিদ্যালয়ের।

Complaint in response to the complaint
অমিত কুমার হালদার,স্থানীয় বিজেপি কর্মী।নিজস্ব চিত্র

জানা গেছে ওই মহিলার নাম অর্পনা দাস।তিনি অভিযোগ করে বলেন,ভোট দেবেন বলে ১৬৩ নম্বর বুথে এসেছিলেন। ভোটার স্লিপ এবং নির্দিষ্ট প্রমাণপত্র নিয়ে এসেছিলেন। কিন্তু বুথে এসে তিনি জানতে পারেন তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে।এই নিয়ে তিনি একরাশ ক্ষোভ উগরে দেন।

Complaint in response to the complaint
মহাঃ জাফিরুল ইসলাম,স্থানীয় তৃণমূল কর্মী।নিজস্ব চিত্র

ভোট উৎসবে শামিল হতে না পেরে কর্তব্যরত প্রিসাইডিং অফিসারকেও অনুরোধ জানান।কিন্তু এমন অবস্থায় কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ ওই ভোটারের।

অন্যদিকে এই বিষয়ে স্থানীয় এক বিজেপি কর্মী জানান তৃণমূল ছাপ্পা ভোট করছে। তার প্রমান ওই মহিলা।ভোট না দিও ভোট হয়ে গেছে বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

Complaint in response to the complaint
অপর্ণা দাস,ভোটার।নিজস্ব চিত্র

অন্যদিকে তৃণমূলের অভিযোগ বিজেপি ভয় পেয়েছে।তাই এই ধরনের কুৎসা রটাচ্ছে।তারা জানে তৃণমূলের কোন বিকল্প নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here