পিয়া গুপ্তা,রায়গঞ্জঃ
স্কুল চলাকালীন মোবাইল ফোন দিয়ে অবৈধভাবে ছবি তোলা ও শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগে দ্বাদশ শ্রেণির এক স্কুল ছাত্র কে সাসপেন্ড করলো স্কুল কর্তৃপক্ষ। পালটা শিক্ষকদের বিরুদ্ধে মারধোরের অভিযোগ এনেছে রাহুল মান্না নামে ঐ ছাত্র।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের মহারাজা হাইস্কুলে।দু’পক্ষই রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সাহা বলেন,” দ্বাদশ শ্রেনির ঐ ছাত্র অবৈধভাবে মোবাইল ক্যামেরা দিয়ে স্কুলের ভেতরে ছবি তোলে। আমাদের স্কুলে মেয়েরাও পড়ে।কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা প্রতিবাদ করি।পরে ওই ছাত্র নিজের ভুল স্বীকার করে লিখিত দেয়।কিন্তু পরে ম্যানেজিং কমিটির মিটিং চলাকালীন আচমকাই বিদ্যালয়ে এসে শিক্ষকদের হুমকি দেয়।গালিগালাজ করে।ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এরপর ঐ ছাত্রকে সাসপেন্ডের পাশাপাশি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করি।” অন্যদিকে রাহুল মান্না নামে ওই ছাত্র শনিবার রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হয়।রাহুল বলে, ” আমি বিদ্যালয়ে মিড ডে মিলের ছবি করছিলাম।কয়েকজন শিক্ষক সেসময় আমার মোবাইল কেড়ে মারধোর করে।আমি থানাতে অভিযোগ করেছি।”
আরও পড়ুনঃ সাতদফা দাবিতে কালিয়াগঞ্জ স্টেশন ম্যানাজারকে ডেপুটেশন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584