ক্যানসার রোগীর গাড়ি আটকে টাকা চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

0
83

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ক্যানসার চিকিৎসার রেডিয়েশন দিতে এসে যে এরকম অভিজ্ঞতা হবে, তা ভাবতে পারেননি বর্ধমানের শান্তিপদ দাস। ভুল জায়গায় তারা গাড়ি পার্কিং করেছিলেন ঠিকই, এমনকি গাড়ির সমস্ত কাগজপত্রও সঙ্গে ছিল না। কিন্তু তা বলে ৪ ঘন্টা ধরে যে পুলিশ কাঁটা লাগিয়ে আটকে রাখবে, তা ভাবতে পারেনি রোগীর পরিবার। তাদের প্রশ্ন একটাই, রোগীর পরিস্থিতির বিচারে কি একটু মানবিক হতে পারত না পুলিশ?

cancer patient  | newsfront.co
গাড়িতে বসে শান্তিপূর্ণ দাস। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, ক্যানসার আক্রান্ত ৬৫ বছরের রোগীর শান্তিপদ দাস মুখের ক্যানসারে আক্রান্ত। সুদূর বর্ধমান থেকে আত্মীয়ের গাড়িতে করে এসএসকেএমে এসেছিলেন রেডিয়েশন নিতে। কিন্তু রেডিয়েশন নিয়ে রোগীকে গাড়িতে তুলতে গিয়েই দেখেন গাড়ির চাকাতে কাটা মারা রয়েছে।

আরও পড়ুনঃ হু হু করে নামছে পারদ, নভেম্বরের শুরুতেই শীতের আমেজ

কারণ জানতে গিয়ে তারা জানতে পারেন, তাড়াতাড়িতে রোগী নামাতে গিয়ে তারা ভুল জায়গায় পার্কিং করে ফেলেছিলেন। সেই কারণে পুলিশ কাঁটা লাগিয়ে দিয়েছে। কাগজপত্র, টাকাপয়সা জমা দিয়ে তাঁদের গাড়ি ছাড়িয়ে নিয়ে যেতে হবে।

patient car | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পায়ে হেঁটেই বক্সা পাহাড় চষে বেড়ালেন আলিপুরদুয়ারের জেলা শাসক

অভিযোগ, রোগীকে দেখিয়েও অনুনয়, বিনয় করেও কোনও কাজ হয়নি।  পরিবারের অভিযোগ, রোগীকে দেখেও অমানবিক আচরণ করেছে পুলিশ। এত বলার পরেও ৪ ঘন্টা আটকে রাখার কোনও মানে হয় না।

লালু দাস নামে রোগীর এক আত্মীয়ের কথায়, “বর্ধমানের গ্রামের বাড়ি থেকে আমরা অনেক কষ্ট করে গাড়ি করে নিয়ে এসেছিলাম। মানছি ভুল জায়গায় পার্কিং করা হয়েছে আর কাগজপত্রও সঙ্গে নেই। তা বলে এভাবে আটকে রাখার কোনও মানে হয় না। আসল জায়গায় নিয়ম না দেখিয়ে দুর্বলের ওপরে নিয়মের বাড়াবাড়ি দেখায় পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here