খড়ি নদীতে ভেসে আসা পাট লুঠের অভিযোগ

0
83

শ্যামল রায়,কালনাঃ

শুক্রবার ধাত্রীগ্রামের তালতলা ঘাটে ভেসে আসা পাট জোরপূর্বক কেড়ে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। পাটের মালিক বাপি সেখ কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই সব যুবকের বিরুদ্ধে। কালনা থানার পুলিশ জানিয়েছেন যে বিষয়টি গুরুত্বসহকারে দেখে যার পাট তাকে ফেরত দেওয়ার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এবং অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছি।

নিজস্ব চিত্র

পাটের মালিক বাপি শেখের অভিযোগ যে গত বুধবার থেকে লাগাতার বৃষ্টির ফলে খড়ি নদীতে জল বেড়েছে। জাগ দেওয়া পাট জলে ভেসে চলে যায়। নদীর পাড় ঘেঁষে ঘেঁষে ওই জাগ দেওয়া পাট খুঁজে পাই বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ধাত্রী গ্রামের তালতলা ঘাটে। এসে দেখি আমার পাটের জাগ রয়েছে। কিন্তু স্থানীয় কয়েকজন যুবক বলেন যে এই পাট কোনভাবেই ফেরত দেওয়া যাবেনা এই পাট ভেসে আসছিল আমরা উদ্ধার করেছি। তবুও অনেক আলোচনার মধ্যে দিয়ে ওই যুবকরা বলে পাট নিতে হলে আমাদের টাকা দিতে হবে। সেই কথাতেই রাজি হয়ে যান পাটের মালিক নান্দাই গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামের বাসিন্দা বাপি শেখ। শুক্রবার ওই পাট ছাড়াতে শ্রমিক লাগায় বাপি প্রায় অর্ধেক পাট ধুয়ে ফেলার কাজ শেষ হয়ে যায়। সেই সময় কয়েকজন যুবক এসে বলে পাট কোনোভাবেই দেওয়া যাবে না বললে,এই নিয়ে চরম বাক-বিতন্ডা শুরু হয় এবং পাটের মালিকে প্রচণ্ড মারধর করা হয়। এর প্রতিবাদে স্থানীয় পঞ্চায়েত সদস্য আলী শেখ ঘটনাস্থলে ছুটে আসেন এবং যুবকদের সাথে আলোচনা করেও মীমাংসার সূত্র খুঁজে পায়নি।বিরক্ত আলী জানিয়েছেন যে পাটের মালিককে জানিয়ে দিয়েছি আপনি আইনগত ব্যবস্থা নিন। পুলিশের কাছে আমি সত্য ঘটনা উল্লেখ করব যার পাট সে ফেরত নিয়ে যাক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here