নিজস্ব সংবাদদাতা,দাসপুরঃ
দাসপুর থানার সামাটে বিদ্যুৎ দফতরের ঠিকাদারের বিরুদ্ধে এক বড় তালগাছকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলার অভিযোগ তুললেন ওই গাছের মালিক সামাটের বাসিন্দা রামকৃষ্ণ চক্রবর্তী।ঘাটাল-মেদিনীপুর সড়কের লঙ্কাগড় থেকে বকুলতলার দিকে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে জোর কদমে। রাস্তার উপরে থাকা বিদ্যুতের খুঁটি,ট্রান্সফরমার সরানোর কাজ চলছে জোর কদমে।সামাট হোসেনপুরের মানা মোড়ের ট্রান্সফরমারটি সরানোর কাজ করেছে বিদ্যুৎ দফতর।জমি মালিক রামকৃষ্ণবাবুর অনুমতি নিয়েই ওই ট্রান্সফরমার সরিয়ে বসানোও হয়েছে,কিন্তু এই কাজের দিন কয়েক পর থেকেই ট্রান্সফরমারের পাশে থাকা বৃহদাকার তালগাছটি ঝিমিয়ে পড়তে শুরু করে।
তালগাছটি এভাবে নষ্ট হতে দেখে খবর দেন বিদ্যুৎ দফতরের ঠিকাদারকে।তাঁর ধারনা ঠিকাদার কর্মীরাই ওই তালগাছে কিছু দিয়ে দিয়েছে।সেই কারণের তালগাছটি মরে যাচ্ছে। রামকৃষ্ণ বাবু জানান ঠিকাদার তাঁর সাথে আর দেখে করেননি। তিনি বলেন,এই তালগাছটি তাঁর জায়গার সীমানা নির্ধারক হিসাবে রাখাছিল।
আরও পড়ুন: বিষক্রিয়ায় মৃত চিতার দেহ উদ্ধার,চলছে তল্লাশি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584